টি-টেন লিগের শিরোপা জিতল নর্দান ওয়ারিয়র্স

টি-টেন লিগের শিরোপা জিতল নর্দান ওয়ারিয়র্স

ঢাকা, ৩ ডিসেম্বর (জাস্ট নিউজ) : জমজমাট টি-টেন লিগের শিরোপা ঘরে তুলেছে নর্দান ওয়ারিয়র্স। রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে শিরোপা জয়ের কাজটা সহজ হয় দলটির। দ্বিতীয় আসরে শিরোপা জয়ের লড়াইয়ে পাখতুনসকে ২২ রানে হরিয়েছে নর্দান ওয়ারিয়র্স।

আবুধাবির শারজা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ী ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল পাখতুন ও নর্দান ওয়ারিয়র্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলর দাপুটে ব্যাটিংয়ে ১০ ওভারে ৩ উইকেটে ১৪০ রান করে নর্দান ওয়ারিয়র্স। জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৮ রানে থেমেছে শহীদ আফ্রিদির পাখতুনসের ইনিংস।

শুরুতে ব্যাটিং করতে নেমে নর্দান ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন রোভম্যান পাওয়েল। ২৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে রাসেলের ১২ বলে করা ৩৮ রানের আরো এক দুর্দান্ত ইনিংস লড়াইয়ের পুঁজি পায় ড্যারেন সামির নর্দার্ন ওয়ারিয়র্স।

১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাখতুনসের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন আন্দ্রে ফ্লেচার। শাফিকুল্লাহর ব্যাট থেকে আসে ২৬ রান। এছাড়া দলীয় অধিনায়ক আফ্রিদি করেন ১৭ রান।

ব্যাট হাতে ফাইনালে বিধ্বংসী পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে রোভম্যান পাওয়েলের হাতে।

(জাস্ট নিউজ/এমজে/১৪২০ঘ.)