পন্টিংয়ের কোচিংয়ে আইপিএলের নতুন দল দিল্লি ক্যাপিটালস

পন্টিংয়ের কোচিংয়ে আইপিএলের নতুন দল দিল্লি ক্যাপিটালস

ঢাকা, ৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আর মাত্র ৪ মাস বাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে। ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে এরইমধ্যেই দলগুলো নিশ্চিত করেছে কোন কোন খেলোয়াড় আগের দলে থাকবে ও কারা কারা নিলামে উঠবে। ১৮ ডিসেম্বর নিলামের মাধ্যমে পূর্ণাঙ্গ দল পাবে ফ্রাঞ্চাইজিগুলো।

১২তম আসরের শুরুতেই বড় একটি পরিবর্তন আসছে ‘দিল্লি ডেয়ারডেভিলস’ এ। নতুন স্পন্সরের ভিত্তিতে নাম পরিবর্তন করে দলটি এবার খেলবে ‘দিল্লি ক্যাপিট্যালস’ হয়ে।

মঙ্গলবার জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন নাম দেয়া হয় ভারতের রাজধানীর এই দলটির।

এদিন নতুন স্পন্সর জেএসডব্লিউ স্পোর্টসের পরিচালক পার্থ জিন্দাল বলেন, ‘আমরা নিজেদের দিল্লির সঙ্গে যুক্ত করতে পেরে গর্বিত। এখানে আমরা রাজধানীর প্রতিনিধিত্ব করতে পারছি এটাই অনেক বড় পাওয়া। আমাদের দল ও দলের সমর্থকরাই আমাদের গর্ব। নতুন নাম, নতুন লোগো ও নতুন দলের সঙ্গেই আসছি আমরা।’
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের বিগত এগারটি আসরেই অংশগ্রহণ করেছে দিল্লি।

এবার শ্রেয়াশ আইয়ারের নেতৃত্বে মাঠে নামবে কখনও ফাইনাল খেলতে না পারা দলটি। এছাড়া এবার কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংকে। সহকারী কোচ হিসেবে থাকবে সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

(জাস্ট নিউজ/এমজে/১৫০০ঘ.)