উয়েফার টুর্নামেন্টে হার দিয়ে শুরু বাংলাদেশের

উয়েফার টুর্নামেন্টে হার দিয়ে শুরু বাংলাদেশের

ঢাকা, ১০ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আসরের সবচেয়ে শক্তিশালী দল সাইপ্রাস। চার জাতির অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে ইউরোপের দলটির সঙ্গে যে খুব একটা পেরে উঠবে না বাংলাদেশ, সেটা আগেই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। থাইল্যান্ডের বুরিরামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৪-০ গোলে।

সোমবার অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই ছিল ব্যাকফুটে। তারা খুব ভালো কোনো সুযোগ পায়নি, যা দ্বারা গোল পাওয়া সম্ভব ছিল। তাই শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

উয়েফার অর্থায়নে চার জাতি এই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১২ ডিসেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে। গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে এই মালদ্বীপকে বাংলাদেশ ৯-০ গোলে হারিয়েছিল। আর ১৪ ডিসেম্বর থাইল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের দল। তিন ম্যাচ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

(জাস্ট নিউজ/এমজে/১৭৫৯ঘ.)