চাপে নেই শীর্ষে থাকা লিভারপুল

চাপে নেই শীর্ষে থাকা লিভারপুল

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : প্রিমিয়ার লিগে স্বপ্নের মতো সময় কাটাচ্ছে লিভারপুল। চলতি মৌসুমে খেলা ১৯ ম্যাচে অপরাজিত তারা। দুর্দান্ত পারফরম্যান্সে ৬ পয়েন্টে এগিয়ে থেকে আছে শীর্ষে। শিরোপা দৌড়ে এগিয়ে থাকার চাপ একটু হলেও অনুভব করার কথা তাদের। যদিও দলটির ডিফেন্ডার দিয়ান লভরেন জানিয়েছেন, কোনও চাপ অনুভব করছেন না তারা।

বক্সিং ডে ম্যাচে নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ওদিকে ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় আরও এগিয়ে গেছে অলরেডস। লিস্টার সিটির মাঠ থেকে ২-১ গোলে হেরে ফেরায় ম্যানসিটি দ্বিতীয় স্থানও হারিয়েছে, তাদের টপকে দুইয়ে উঠে এসেছে টটেনহাম। স্পারদের সঙ্গে লিভারপুলের ব্যবধান এখন ৬ পয়েন্টের।

শিরোপার পথে বড় ধাপ ফেলা অলরেডস শুধু সামনের ম্যাচগুলোর কথাই ভাবছে। পয়েন্টের ব্যবধান নিয়ে তাদের কোনও মাথা ব্যথা নেই, এমনটাই জানিয়েছেন লভরেন। নিউক্যাসলের মাঠে ৪-০ গোলের জয়ের পথে প্রথম লক্ষ্যভেদ করা এই ক্রোয়েট মিডফিল্ডার বলেছেন, ‘ম্যাচের ফলের দিকে তাকালে অবশ্যই ভালো লাগবে, তবে কে আমাদের পেছনে আছে কিংবা উপরে আছে, সেটা আমরা মোটেও দেখছি না। আসলে সবকিছু নির্ভর করছে আমাদের ওপরই। আগের মৌসুমগুলো থেকে এই বিষয়ে অনেক কিছু শিখেছি।’

তাই শিরোপা দৌড়ে এগিয়ে থাকার চাপ অনুভব করছেন না তারা। লভরেনের বক্তব্য, ‘সত্যি বলতে কোনও চাপ নেই। আগের মৌসুমের কথা বললে বলব, হ্যাঁ। তবে এখন আমরা প্রত্যেকেই খুশি, কেউই পরের খেলা ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা করে না।’ সঙ্গে যোগ করেছেন, ‘পাঁচ-ছয় মাস পর কী হবে, সেটা নিয়ে তো আর আমরা আলোচনা করতে পারি না। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই, দেখা যাক আমরা কোথায় গিয়ে শেষ করি।’

(জাস্ট নিউজ/এমজে/১৮৫০ঘ.)