আজ থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু

আজ থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হবে শনিবার। আজ থেকে ঢাকার প্রথমপর্বের টিকিট বিক্রি শুরু হচ্ছে। সর্বনিু ২০০ টাকায় পাওয়া যাবে টিকিট। এক টিকিটে দেখা যাবে দিনের দুটি ম্যাচ। টিকিটের সর্বোচ্চ দাম দুই হাজার টাকা।

মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের পার্শ্ববর্তী বুথে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা পর্বের টিকিট বিক্রি হবে। এছাড়া সহজ ডটকম থেকেও বিপিএলের টিকিট কেনা যাবে।

সাধারণ গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ছাদযুক্ত গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারির টিকিট ৫০০ টাকা। আর গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে দুই হাজার টাকা। ঢাকার দ্বিতীয়পর্বের টিকিট বিক্রি শুরু হবে ২০ জানুয়ারি। আর তৃতীয়পর্বের টিকিট মিলবে ৩১ জানুয়ারি থেকে।

এদিকে সিলেটে টিকিট বিক্রি শুরু হবে ১৪ জানুয়ারি। আর এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পার্শ্ববর্তী বুথে ২৪ জানুয়ারি চট্টগ্রাম পর্বের টিকিট বিক্রি শুরু হবে। শেষ চারের লড়াই ও ফাইনালের টিকিট বিক্রির সময় পরে জানানো হবে।

এমআই