টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা

টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা

মিরপুরের মাঠ চেনা হয়ে গেছে রংপুরের। তাদের জানা কেমন আচরণ করবে এখানকার উইকেট। তবে মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স কেবল খেলা দেখেছে। ধারণা আছে তাদেরও। তারা মাঠে নামছেন এই প্রথম। তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বিপিএলে এবারের আসরের অন্যতম সেরা দল এবং গেলবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

ষষ্ঠ আসরে টাইটান্সের প্রথম ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা। শিশিরের কথা জেনেই প্রথমে বল করার সিদ্ধান্ত বলে জানান তিনি। দলে চার জন বিদেশি খেলোয়াড় নিয়ে নামছে তার দল। রংপুর এ ম্যাচেও গ্রিস গেইলকে দলে রাখেনি।

রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাউল, ফরহাদ রেজা, মাশরাফি মর্তুজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শাফিউল ইসলাম।

খুলনা টাইটান্স একাদশ: পল স্টারলিং, জহুরুল হক, জুদায়েদ সিদ্দিকি, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদুল্লাহ, আরিফুল হক, কার্লোস ব্রাফেট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহির খান, আলী খান।

এমজে