ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নেই নারাইন-রাসেল

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নেই নারাইন-রাসেল

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নেই সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। মূলত, উইন্ডিজ বোর্ডের কাছে আবেদন করে নিজেই সরে যান নারাইন। অন্যদিকে, ইনজুরিতে রাসেল।

নারাইন জানান, নিজের বোলিং অ্যাকশন নিয়ে এখনো পুরো আত্মবিশ্বাসী নন। আইসিসির চোখে সন্দেহ ধরা পড়ায় নিজের বোলিং অ্যাকশন ঠিক করার দিকেই আপাতত মনোযোগী এই স্পিনার। অন্যদিকে, হাটুঁর চোটের কারণে ৫০ ওভারের ক্রিকেটে খেলার জন্য এখনো সম্পূর্ণ প্রস্তুত না হওয়ায় দলে নেই আন্দ্রে রাসেলও।

উল্লেখ্য, ২০১১ সালে প্রথমবার নারাইনের বোলিং অ্যাকশনে আঙুল তোলে আইসিসি। এরপর অ্যাকশন পরিবর্তন করে দলে ফিরলেও, ২০১৪ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে আবারো প্রশ্ন ওঠে। সেই অ্যাকশন শুধরাতে ২০১৫ সালে উইন্ডিজের বিশ্বকাপ দল থেকেও নিজেকে প্রত্যাহার করে নেন নারাইন। শুধু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজই নয়। ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে উইন্ডিজের জন্য আনন্দের খবর বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন রাসেল। টি-টোয়েন্টি ক্রিকেটের খেলার জন্য পর্যাপ্ত ফিট রয়েছেন তিনি।