টানা জয়ে বিশ্বকাপের কোয়ার্টারে টাইগার যুবারা

টানা জয়ে বিশ্বকাপের কোয়ার্টারে টাইগার যুবারা

ঢাকা, ১৫ জানুয়ারি (জাস্ট নিউজ) : টানা দুই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা। প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানের বড় ব্যবধানে হারানোর পর আজ সোমবার কানাডাকে ৬৬ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ আটে পৌঁছে গেছে বাংলাদেশ।

এদিন, নিউজিল্যান্ডের লিঙ্কনে টস হেরে প্রথমে ব্যাট করে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ২৬৪ রান করে বাংলাদেশ। জবাবে ৩ বল বাকি থাকতেই ১৯৮ রানে গুটিয়ে যায় কানাডা।

(জাস্ট নিউজ/জেআর/১১৩৫ঘ.)