রংপুরকে ১৮৭ রানের টার্গেট দিল ঢাকা ডায়নামাইটস

রংপুরকে ১৮৭ রানের টার্গেট দিল ঢাকা ডায়নামাইটস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ৩৪ তম ম্যাচে রংপুর রাইডার্সকে ১৮৭ রানের টার্গেট দিল ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রাম পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাটিংয়ে নেমে বির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ঢাকার সংগ্রহ ১৮৬ রান।

ঢাকার পক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার হজরতউল্লাহ জাজাই করেন ১৭ রান এবং আরেক ওপেনার সুনীল নারাইন করেন ২৮ রান। তিন নম্বরে মাঠে আসা রনি তালুকদার ফেরেন ৫২ রানে। অধিনায়ক সাকিব দিদায় নেন ২৫ রানে। এরপর আন্দ্রে রাসেল করেন ১৪ রান। শুভাগত হোম ১ রানে ফিরে যাম। ইনিংসের শেষের দিকে কাইরন পোলার্ড ৩৭ ও নুরুল হাসান সোহান ৩ রান করে অপরাজিত থাকেন।

বল হাতে রংপুর অধিনায়ক মাশরাফি তুলে নেন একটি উইকেট। ফরহাদ রেজা তুলে নেন দুটি উইকেট। এছাড়াও নাজমুল অপু, শহিদুল ইসলাম ও শফিউল ইসলাম একটি করে উইকেট নেন।

ঢাকা ডায়নামাইটসের ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করছে রংপুর। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৩ ওভার শেষে ১২৪ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। ডি ভিলিয়ার্স ৬৫ ও হালস ৫৪ রান নিয়ে ব্যাট করছেন।

একে/