টসে জিতে ব্যাটিংয়ে মুশফিকের চিটাগং

টসে জিতে ব্যাটিংয়ে মুশফিকের চিটাগং

নিজভূমে নিজেদের হারিয়ে খোঁজা চিটাগং ভাইকিংস চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়ছে। ইতিমধ্যে দুই দলের মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচটি দু’দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, টুর্নামেন্টের শেষ ৩ ম্যাচে উভয় দলই টানা পরাজয়ের মুখ দেখেছে। জয় দিয়ে ঘরের মাঠে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায় চিটাগং। ঢাকাও বের হতে চায় টানা হারের বৃত্ত থেকে।

ইতিমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। ১০ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং। এ ম্যাচ জিতলেই কোয়ালিফায়ার নিশ্চিত হবে দলটির। আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে ঢাকা। জয় পেলেও তাদের অপেক্ষা করতে হবে। এর সঙ্গে আরও একটি ম্যাচ জিততে হবে।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নাজমুল হোসেন মিলন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, আবু জায়েদ ও খালেদ আহমেদ।

ঢাকা ডায়নামাইটস একাদশ: সুনীল নারাইন, রনি তালুকদার, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, নুরুল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, অ্যান্ড্র বির্চ ও রুবেল হোসেন।

এমজে/