বাংলাদেশের অবস্থান বোঝা যাবে নিউজিল্যান্ডে: রোডস

বাংলাদেশের অবস্থান বোঝা যাবে নিউজিল্যান্ডে: রোডস

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে কোনো জয় পায়নি বাংলাদেশ। তবে এবার টাইগাররা জিতবে বলে বিশ্বাস কোচ স্টিভ রোডসের। কিউইদের সঙ্গে তিনটি করে ওয়ানডে টেস্টের সিরিজ খেলতে বুধবার দেশ ছেড়েছে দলের একাংশ। উড়াল দিয়েছেন কোচও। এর আগে বিমানবন্দরে আশার বাণী শোনান তিনি।

নিউজিল্যান্ডের মাঠে টেস্টের তুলনায় ওয়ানডেতে জয়ের সম্ভাবনা দেখছেন রোডস। এ ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। টাইগার কোচ বলেন, আশা করি, সেখানে কিছু ম্যাচ জিতব। সেটা যদি বাস্তবে আলোর মুখ দেখে তাহলের আমাদের জন্যই ভালো হবে। ছেলেদের আত্মবিশ্বাস বাড়বে। কারণ, ব্ল্যাক ক্যাপসদের কন্ডিশনে উপমহাদেশের দলগুলোর ম্যাচ জেতা একটু দুরুহই। গেলবার আমরা পারিনি। তবে এবার আশাবাদী। ছেলেদের সাম্প্রতিক পারফর্ম্যান্সই আশার সলতেটা জ্বালিয়ে রাখছে।

স্টিভ রোডস বলেন, ওয়ানডেতে আমরা ভালো করছি। এজন্য গর্ববোধ করি। তুলনামূলক টেস্টে পারফরম্যান্সটা অত জ্বালাময়ী না। তবে এবারের দলটি আগের তুলনায় বিদেশে পারফর্ম করার ক্ষেত্রে একটু গুছানো। আশা করছি, টেস্টে ভালো ফলাফল বইয়ে আনতে পারব। তবে টার্গেটটা কিন্তু ওয়ানডে।

গেল ৬ মাসে উপমহাদেশের কন্ডিশনে দারুণ করেছে বাংলাদেশ। এসময়ে দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যও এসেছে। এশিয়া কাপের ফাইনাল খেলার পর নিজ দূর্গে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে দাপট দেখিয়েছেন মাশরাফি-সাকিবরা। সাম্প্রতিক সময়ে বিদেশেও ভালো করছেন তারা। সবমিলিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য ওরা কতটা প্রস্তুত, পরীক্ষা হবে নিউজিল্যান্ডে।

তিনি বলেন, তা তো অবশ্যই। এ সিরিজই ইঙ্গিত দেবে আমরা কোথায় আছি। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। বিশ্বমঞ্চে পারফর্ম করার প্রস্তুতির শেষ ধাপ সেটা। মূলত এ দুই সিরিজেই বোঝা যাবে বিশ্ব ক্রিকেটে আমরা কোথায় আছি।

এমজে/