এভারটনকে হারিয়ে শীর্ষে সিটি

এভারটনকে হারিয়ে শীর্ষে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ লড়াইয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে উঠতে এবার এভারটনের বিপক্ষে জয় পেল পেপ গার্দিওলার দলটি।

লিগ ম্যাচে গতকাল রাতে গডিনসন পার্কে ম্যানসিটিকে আমন্ত্রণ জানায় এভারটন। ওই ম্যাচে লাপোর্তো ও গ্যাব্রিয়েল জেসুসের গোলে ২-০ গোলে জয় পেয়েছে সিটিজেনরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধের যোগ হওয়া সময়ে এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় ডেভিড সিলভার ফ্রি-কিকে হেডে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার লাপোর্তো। প্রথমার্ধে পাওয়া এ গোল থেকে ১-০ গোলে লিড নিয়ে বিশ্রামে যায় ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি।

বিরতির পর মাঠে নেমেও আক্রমণে এগিয়ে ছিল ম্যানসিটি। তবে এভারটনের বিপক্ষে দ্বিতীয় গোলের দেখা পেতে ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিট পর্যন্ত অপেক্ষা থাকতে হয়েছে গার্দিওলার শিষ্যদের। এ সময় সিটিজেনদের ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। কেভিন ডি ব্রুইনের পাস নিয়ন্ত্রণে নিয়ে জেসুসের নেওয়া প্রথম শট পোস্টে লেগে ফেরে। পরে ফিরতি হেডে এভারটনের জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা জেসুস।

এভারটনের বিপক্ষে এ জয়ের ফলে ২৬ ম্যাচ শেষে শীর্ষে উঠা ম্যানসিটির পয়েন্ট ৬২। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ইয়ুর্গেন ক্লুপের লিভারপুল।২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহাম হটস্পার। ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। এছাড়া ৪৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান পঞ্চম স্থানে।

এমজে/