টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলংকা

টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলংকা

ঢাকা, ১৭ জানুয়ারি (জাস্ট নিউজ) : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে শ্রীলংকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। সেখান থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি।

এ ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি কৌতূহল বিরাজ করছে। কারণ, চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম মাঠে নামছে লংকানরা। গত অক্টোবরে বাংলাদেশ দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।সেই বাংলাদেশের মাটিতেই তার শ্রীলংকা অধ্যায় শুরু হলো।

এ সিরিজে ফের শ্রীলংকার নেতৃত্বে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।তার অধিনায়কত্বের দ্বিতীয় মেয়াদেও লংকানদের প্রথম ম্যাচ এটি। গত জুলাইয়ে এ জিম্বাবুয়ের কাছেই দেশের মাটিতে ৩-২ ব্যবধানে সিরিজ হেরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

এ ম্যাচ দিয়ে অনন্য মাইলফলক স্পর্শ করল মিরপুর স্টেডিয়াম।বিশ্বের ষষ্ঠ ভেন্যু হিসেবে শততম ওয়ানডে ম্যাচ আয়োজনের কীর্তি গড়ল এটি।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মির, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ অরভিন, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), পিটার মুর, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মেজারাবানি।

শ্রীলংকা একাদশ : উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসেলা গুনারতেœ, আকিলা ধনাঞ্জয়া, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), থিসারা পেরেরা, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমাল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

(জাস্ট নিউজ/জেআর/১২০৫ঘ.)