শ্রীলঙ্কাকে ২৯১ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

শ্রীলঙ্কাকে ২৯১ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

ঢাকা, ১৭ জানুয়ারি (জাস্ট নিউজ) : ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। দিনের শুরুতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

অবশেষে নির্দিষ্ট ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাকে করতে হবে ২৯১ রান। রাজা ৮১, মাসাকাদজা ৭৩, টেলর ৩৮ ও সলোমান মিরে ৩৪।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১২টায়।

এ ম্যাচ দিয়ে অনন্য মাইলফলক স্পর্শ করল মিরপুর স্টেডিয়াম।বিশ্বের ষষ্ঠ ভেন্যু হিসেবে শততম ওয়ানডে ম্যাচ আয়োজনের কীর্তি গড়ল এটি।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মির, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ অরভিন, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), পিটার মুর, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মেজারাবানি।

শ্রীলংকা একাদশ : উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসেলা গুনারতেœ, আকিলা ধনাঞ্জয়া, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), থিসারা পেরেরা, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমাল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

(জাস্ট নিউজ/জেআর/১৫৫০ঘ.)