অভিষেকের অপেক্ষায় ইবাদত

অভিষেকের অপেক্ষায় ইবাদত

দীর্ঘদিন ধরে জাতীয় দলের আশপাশে থাকলেও এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি ইবাদত হোসেনের। তাসকিন আহমেদের ইনজুরির কারণে এবার নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা মিলেছে এই পেসারের। ওয়ানডে দলের সঙ্গে আগেই নিউজিল্যান্ডে চলে আসায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন তিনি।

আগামীকাল হ্যামিল্টনে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে তাই প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলে জানালেন পেসার হান্টের আবিষ্কার ইবাদত। বৈরী কন্ডিশনে টেস্ট অভিষেকের জন্য প্রস্তুত তিনি। ২০১৭ সালের সফরে দলে না থাকলেও নিউজিল্যান্ডে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন ইবাদত। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান তিনি। দেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ হওয়ার আগে এই পেসার জানিয়ে রাখলেন তার লক্ষ্য, ‘ভালো মানের টেস্ট বোলার হতে চাই।’

তার ওপর আস্থা রাখায় নির্বাচকদের ধন্যবাদ জানানোর সঙ্গে বিশ্বাসের প্রতিদান দেয়ার শপথ নিচ্ছেন তিনি। কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে তার। মঙ্গলবার হ্যামিল্টনে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ইবাদত জানালেন, ‘আমরা টেস্ট সিরিজ শুরুর অনেক দিন আগে এসেছি এই জায়গায়। আগেরবার যখন এসেছিলাম, তখন উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া কঠিন ছিল। তবে এখন অনেকটাই গুছিয়ে নিয়েছি। কিছুদিন থেকে কোর্টনি ওয়ালশের সঙ্গে কাজ করছি। তিনি আমাকে বলেছেন, ‘তুমি এর আগে এখানে এসেছিলে যেভাবে, তারচেয়ে এই দুই বছরে তোমার অনেক উন্নতি হয়েছে।’ এখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া বেশ কঠিন। তবে আলহামদুলিল্লাহ, এবার প্রস্তুতি ভালো হয়েছে।’

টেস্ট নিয়ে স্বপ্ন দেখেন ইবাদত। লাল বলের ক্রিকেটে অনেক দূর যেতে চান তিনি, ‘আমি লাল বল নিয়ে স্বপ্ন দেখি। তাই কাজ করেছি ধারাবাহিকতা ও লাইন-লেন্থ নিয়ে। এখানে আসার পর এখন অনেক ভালো বোধ করছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমার মনে হয় একজন ভালো টেস্ট ক্রিকেটার হতে পারলে সব সংস্করণে খেলাই সহজ হয়। আমি চাই ভালো মানের একজন টেস্ট বোলার হতে। টেস্টে লম্বা সময় ধরে বল করার সামর্থ্য থাকা ও ধারাবাহিকতা বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ। এই দুটি জায়গায় আমি দুই বছর ধরে কাজ করছি।’

এমজে/