ব্রাজিল দলে ভিনিসিউস-আলভেস, নেই নেইমার-মার্সেলো

ব্রাজিল দলে ভিনিসিউস-আলভেস, নেই নেইমার-মার্সেলো

চলতি মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আসছে ২৩ মার্চ পানামা ও ২৬ মার্চ চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এজন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন উঠতি স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র। চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেনি ডিফেন্ডার দানি আলভেস। তিনিও দলে ফিরেছেন। বাদ পড়েছেন ছন্দ হারিয়ে নিজেকে খুঁজে ফেরা রক্ষণসেনা মার্সেলো। দলে জায়গা হয়নি ইনজুরি আক্রান্ত নেইমারের। গেল জানুয়ারিতে পায়ে চোট পেয়ে প্রায় আড়াই মাসের জন্য ছিটকে যান তিনি।

গেল জুলাইয়ে সাড়ে ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি’তে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিউস। এরই মধ্যে দলের নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। তাকে দলে অন্তর্ভুক্তি নিয়ে তিতে জানিয়েছেন, সে প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময়ী ফুটবলার। বেড়ে উঠতে সাহায্য করতেই তাকে দলে নেয়া হয়েছে।

আগামী জুন-জুলাইয়ে ঘরের মাঠে হবে কোপা আমেরিকা। নেইমারের অনুপস্থিতিতে ভালো কিছু করে সেই দলে স্থান নেয়ার সুযোগ পাচ্ছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হেরে বাদ পড়ে ব্রাজিল। এরপর ৬টি প্রীতি ম্যাচ খেলেছে সেলেকাওরা। সবক’টিতেই জিতেছে তারা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন, এডারসন, ওয়েভারতন।

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানি আলভেস, দানিলো, এদের মিলিতাও, ফিলিপে লুইস, মার্কিনহোস, মিরান্দা, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: আলান, আর্থার, কাসেমিরো, ফাবিনহো, ফিলিপে এন্ডারসন, লুকাস পাকুয়েতা, ফিলিপে কৌতিনহো।

ফরোয়ার্ড: এভারতন, রবার্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ভিনিসিউস জুনিয়র।
এমজে/