আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কোহলি

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কোহলি

ঢাকা, ১৮ জানুয়ারি (জাস্ট নিউজ) : ২০১৭ সালের আইসিসির স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পুরুষ বর্ষসেরা ক্রিকেটার ও অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।

এছাড়া ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন এ ব্যাটসম্যান। তবে টেস্টে বর্ষসেরা হয়েছেন অজি অধিনায় স্টিভেন স্মিথ।

সাদা পোশাক ও রঙ্গিন পোশাকের দুই ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছে ভারতের বিরাট কোহলিকে। যেখানে ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারও নিজেকে দুই দলে দেখেছেন। আর ইংল্যান্ডের বিতর্কিত অলরাউন্ডার বেন স্টোকস দুই দলেই জায়গা পেয়েছেন। এছাড়া উইকেটরক্ষক হিসেবে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককও দু’দলে নিজের নাম লিখিয়েছেন।

২০১৭ সালের আইসিসি পুরুষ টেস্ট দল:

ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (অধিনায়ক) (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), চেতশ্বর পুজারা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা) রবিচন্দ্রন অশ্বিন (ভারত) মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

২০১৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে দল:

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত) বিরাট কোহলি (অধিনায়ক) (ভারত), বাবর আজম (পাকিস্তান) এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরা (ভারত)।

(জাস্ট নিউজ/জেআর/১৪৫৫ঘ.)