রোনাল্ডো-দিবালার অভাব টেরই পেতে দিলেন না কিন

রোনাল্ডো-দিবালার অভাব টেরই পেতে দিলেন না কিন

জুভেন্টাসের জয়রথ ছুটছেই। উল্কার গতিতে এগিয়ে যাচ্ছে শিরোপার পথে। সিরি আ’য় উদিনেজেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভরা। জোড়া গোল করেছেন মোইজে কিন। এতে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে তাদের পয়েন্টে ব্যবধান দাঁড়ালো ১৯।

শুক্রবার রাতে ঘরের মাঠে উদিনেজের বিপক্ষে খেলেনি জুভেন্টাসের নিয়মিত একাদশ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পাওলো দিবালাসহ ছিলেন না তারকা ফুটবলাররা। তবে তাদের অভাব টের পেতে দেননি কিন। ১১ মিনিটেই দলকে লিড এনে দেন তিনি। বাঁ দিক থেকে আলেক্স সান্দ্রোর ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইতালিয়ান ফরোয়ার্ড।

এগিয়ে গিয়ে আরও ক্ষুরধার হয়ে ওঠে জুভেন্টাস। মুহুর্মুহু আক্রমণে উদিনেজেকে ব্যতিব্যস্ত রাখেন তুরিনের বুড়িরা। তবে গোলমুখ খুলছিল না। অবেশেষে ৩৯ মিনিটে সাফল্য আসে। মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে দ্রুত এগিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে নিশানাভেদে ব্যবধান দ্বিগুণ করেন কিন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি সচল রাখে জুভেন্টাস। ফলে স্কোরলাইন ৩-০ হতেও সময় লাগেনি। ৬৮ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান এমরে কান। আবারও ক্ষীপ্রগতিতে ডি-বক্সে ঢুকে পড়ের কিন। প্রতিপক্ষের রক্ষণসেনা তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিনিট তিনেক পরে স্বাগতিকদের হয়ে চতুর্থ গোল করেন ব্লেইস মাতুইদি। রদ্রিগো বেন্তানকুরের ক্রসে দুর্দান্ত হেডে ঠিকানায় বল পাঠান তিনি।

৮৪ মিনিটে কোনাকুনি শটে উদিনেজের হয়ে একমাত্র গোলটি করেন কেভিন লাজানিয়া। এতে কেবল অতিথিদের হারের ব্যবধানই কমেছে। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয়ের আনন্দে মাঠ ছাড়েন ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রির শিষ্যরা।

ইতালি সেরা লিগে এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত জুভেন্টাস। ২৭ ম্যাচে ২৪ জয় ও ৩ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাতবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলা নাপোলির পয়েন্ট ৫৬।

এমজে/