শুরুতেই কুশলকে ফেরালেন নাসির

শুরুতেই কুশলকে ফেরালেন নাসির

ঢাকা, ১৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলংকা।

৮ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৮ রান।

উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ২০ রানে ব্যাট করছেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা কুশল মেন্ডিসের সংগ্রহ ১০ রান।

শুক্রবার বেলা ১২টায় ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ব্যাট করতে নেমে তামিম, সাকিব ও মুশফিকের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২০ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।

বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া সাকিব আল হাসান ৬৭ ও মুশফিকুর রহিম ৬২ রান করেন।

শ্রীলংকার পক্ষে থিসারা পেরেরা ৩টি, নুয়ান প্রদীপ ২টি এবং আকিলা ধনঞ্জয়া ও আসেলা গুনারত্নে একটি করে উইকেট নেন।

টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা জিম্বাবুয়ের কাছে ১২ রানে হেরে যায়।

(জাস্ট নিউজ/ওটি/১৭১৯ঘ.)