পিসিবির ওপর চটেছেন শোয়েব আখতার

পিসিবির ওপর চটেছেন শোয়েব আখতার

সময়টা যাচ্ছেতাই যাচ্ছে পাকিস্তানের। গেল বছর থেকে ওয়ানডেতে বেশ অধারাবাহিক দলটি। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ভীষণ দৃষ্টিকটু। এশিয়া কাপে হয়েছে চরম ব্যর্থ। সেই সঙ্গে ঘরের মাঠে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাদ নিতে হয়েছে ধবলধোলাইয়ের।

বিশ্বকাপ সামনে রেখে এ সিরিজে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছেন পিসিবি নির্বাচকেরা। এ সিদ্ধান্ত যে হিতে বিপরীত হতে পারে সেটা কল্পনাও করেননি তারা। এর জের ধরেই তাদের সমালোচনা করেছেন শোয়েব। সেই সঙ্গে বিনা স্বার্থে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেন, ভাবনাটা বিশ্বকাপের প্রস্তুতি হলে সিদ্ধান্তটি চরম ভুল হয়েছে। আমরা খেলোয়াড়েরা সবসময় দাবার গুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছি। মূল বিষয় নিয়ে কেউ কথা বলে না, চায়ও না। সমাধানও কেউ করছে না। পিসিবিতে যোগ্যতাসম্পন্ন কেউ আসছে না কেন? প্রশ্ন ছুড়ে দেন শোয়েব।

তিনি বলেন, আমার টাকা-পয়সা লাগবে না। পর্যাপ্ত আছে। নিজের ইচ্ছাতেই কাজ করতে চাই। পাকিস্তানের এমন খেলা দেখতে চাই না।

এমজে/