মেসির জয়ের রেকর্ড, শিরোপার আরও কাছে বার্সা

মেসির জয়ের রেকর্ড, শিরোপার আরও কাছে বার্সা

স্প্যানিশ লা লিগা ক্যারিয়ারে জয়ের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর এই জয়ের মধ্য দিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা।

এস্পানিওলকে হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ইকার কাসিয়াসের সর্বোচ্চ জয়ের রেকর্ড ছুঁয়েছিলেন লিওনেল মেসি।

ভিয়ারিয়ালের সঙ্গে দলের ড্রয়ে বেড়েছিল অপেক্ষা। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ঘরের মাঠে রেকর্ডটা নিজের করে নিলেন বার্সেলোনা ফরোয়ার্ড।

শনিবার রাতে কাম্প ন্যূতে অ্যাটলেটিকোকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। ৮৫তম মিনিটে লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়ার পর কাতালুনিয়ার দলটি পরের মিনিটেই মেসির গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয়।

ডি-বক্সে তাকে হোসে হিমেনেস বাধা দিতে গিয়ে পড়ে যাওয়ার পর বুদ্ধিদ্বীপ্ত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের বাকিটা সময় নির্বিঘ্নে পার করে দিয়ে লা লিগার চলতি মৌসুমে ২২তম জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

বার্সেলোনার এ জয়ে রেকর্ড হয়ে যায় মেসিরও। লা লিগায় নিজের ৩৩৫তম জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক।

দুর্দান্ত এ জয়ে ৩১ ম্যাচে ২২ জয় ও সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৭৩। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৬২। এ হিসাবে শিরোপাটা বাগে নেয়া কাতালানদের সময়ের ব্যাপার। কারণ, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এখনই ১১ পয়েন্ট এগিয়ে তারা। হাতে আছে এখনো সাত ম্যাচ।

এমজে/