দেখে নিন বিশ্বকাপে টাইগারদের নতুন জার্সি

দেখে নিন বিশ্বকাপে টাইগারদের নতুন জার্সি

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি ঘিরে ওঠা বিতর্কের অবসান হতে যাচ্ছে কী? সমালোচনার ঝড়ে কাটানো ২৪ ঘণ্টার মধ্যেই নতুন ডিজাইনের জার্সির কথা জানালেন নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি জানালেন, আইসিসির অনুমতিও মিলেছে।

মঙ্গলবার বিকালে বেক্সিমকোতে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান। বিসিবি সভাপতি তখন আশাব্যক্ত করেছেন, আগামীকাল বুধবার থেকেই নতুন ডিজাইনের জার্সি বাজারে পাওয়া যাবে। যাতে সবুজের মাঝে থাকছে কিয়দংশ লাল।

সবুজের মাঝে লালের অস্তিত্ব না থাকা ঘিরেই উঠেছিল বিতর্ক। সবুজটাও আবার ঠিক যেন বাংলাদেশ দলের আগের জার্সিগুলোর সবুজের মতো ছিল না। সোমবার টাইগারদের বিশ্বকাপ জার্সির আনুষ্ঠানিক উন্মোচনের পর তা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে তীব্র সমালোচনা-বিতর্কের ঝড়। বোর্ড সভাপতি রাতেই জানিয়েছিলেন জার্সি বদলের কথা।

কী থাকছে জার্সির নতুন ডিজাইনে?
নতুন ডিজাইনের জার্সিতে কলার ও একেবারে নিচের অংশ গাঢ় সবুজ থাকবে। বুকের বামপাশে ক্রিকেট বোর্ডের লোগো। বুকের মাঝ বরাবর লাল বর্ডার থাকবে, যার ওপর সাদা করে লেখা থাকবে বাংলাদেশ। জার্সির হাতের নিচের অংশও বুকের লালের সঙ্গে মিল রেখে লাল করা হয়েছে। জার্সির বুকের নিচের জমিনের নক্সাতেও এসে নতুনত্ব।

এমআই