পাকিস্তানের বোলিং তাণ্ডবে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানের বোলিং তাণ্ডবে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানের কাছে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। দেশটির নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীরের অফ স্পিনে পুরোপুরি কুপোকাত আফ্রিকা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওমেন্স চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে সোমবার মুখোমুখি হয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার পটচেফস্টুমের সিনিউস পার্কে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে সানা মীরের অফ স্পিনে কুপোকাত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার নারী দল। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে আফ্রিকা।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ২২.৫ ওভারে ৬৩ রানে অলআউট আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন চোলেস ট্রায়েন। এছাড়া ১৮ রান করেন মিগন ডি প্রেজ।

আফ্রিকার বাকি আট ব্যাটসম্যান দুই অংকের ফিগার রান করতে পারেননি। পাকিস্তানের হয়ে ৬ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট শিকার করেন সানা মীর। এছাড়া দুটি করে উইকেট ভাগাভাগি করেন নাদিয়া দার ও নাসরা সান্দু।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ২১২ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। দলের জয়ে ৪৩ বলে ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন জাভিরা খান। এছাড়া ১২ ও ১০ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ ও সিদরা আমিন।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২২.৫ ওভারে ৬৩/১০ (ট্রাই ২১, ডি প্রেজ ১৮; সানা মীর ৪/১১)।
পাকিস্তান: ১৪.৪ ওভারে ৬৬/২(জাভিরা ৩৪* বিসমাহ ১২*, সিদরা ১০)।
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

এমআই