চ্যাম্পিয়ন্স লিগে এক বছরের নির্বাসনের মুখে ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে এক বছরের নির্বাসনের মুখে ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ দু'টিরই ফাইনালে ইংল্যান্ডের চার ক্লাব। অনেকেই বলছেন, এটা ইংল্যান্ডের ফুটবল মৌসুমের অন্যতম সেরা বছর। কিন্তু তার মধ্যেই বিরাট ধাক্কা খাওয়ার সম্ভাবনা ব্রিটিশ ফুটবলে। কারণ এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে না‌ও দেখা যেতে পারে।

ম্যানচেস্টার সিটি'র বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। কয়েক কোটি টাকার একটি স্পনসরশিপ চুক্তির আসল পরিমাণ ইচ্ছে করে ভুল দেখিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফার তদন্তকারীরা চাইছেন, চ্যাম্পিয়ন্স লিগ থেকে সিটিকে এক বছরের জন্য নির্বাসিত করা হোক।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান তদন্তকারী ইভেস লেতের্মে। যেহেতু এই শাস্তির সিদ্ধান্তের ক্ষেত্রে ভোটাভুটির কোনো ব্যাপার নেই, তাই লেতের্মে যা সিদ্ধান্ত নেবেন, সেটাই কার্যকর হবে। আগামী সপ্তাহে সিদ্ধান্ত ঘোষণা হওয়ার কথা।‌‌

এমজে/