‘মোস্তাফিজ পুরোনো রূপে ফিরলে যে কারো জন্য হুমকি হবে’

‘মোস্তাফিজ পুরোনো রূপে ফিরলে যে কারো জন্য হুমকি হবে’

বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন অনিল কুম্বলে। ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজের প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই আমার। ও যখন দলে এসেছিল ১৪০ কিমি গতিতে বল করতে পারত। তার স্লোয়ার, কাটার অনেক ব্যাটসম্যানই ধরতে পারত না সেটি।’

কুম্বলে আরও বলেন, ‘চোটের কারণে গতি কমে গিয়েছে হয়ত। তবে এটি নির্ভর করছে টুর্নামেন্টের শুরুতে ও কি করে। যদিও চোট সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে তার। তবে স্কোয়াডে একজন বাঁহাতি পেসার থাকা সব দলের জন্যই সুবিধা।’

ভারতের কিংবদন্তি এই স্পিনার বলেন, ‘মুস্তাফিজের যে কোয়ালিটিসম্পূর্ণ বোলার, যদি সে তার পুরনো রূপে ফিরতে পারে তাহলে বিশ্বকাপে যেকোন দলের জন্য বাংলাদেশ হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে।”

ভারতের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক কোচ অনিল কুম্বলে তামিম ইকবাল প্রসঙ্গে বলেন, ‘তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বছরের পর বছর ভালো ক্রিকেট খেলে আসছে। তামিম বিশ্বের অন্যতম সেরা ওপেনার। সে অসাধারণ ব্যাটিং করে। টাইগারদের সামর্থ্য নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই। তারা বিশ্বকাপে দুর্দান্ত খেলবে।’

বাংলাদেশ দল নিয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে বলেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন সেই সুযোগই নেই। গত কয়েক বছর ধরে তারা খুবই ভালো করছে।’

টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৬১৯ উইকেট শিকার করেন কুম্বলে। ইতিহাসের অন্যতম সফল এ ক্রিকেটার টাইগারদের নিয়ে বলেন, ‘মাশরাফি মুর্তজার মতো অসাধারণ একজন নেতা আছে টাইগার দলে। সে দলকে উজ্জীবিত রাখে এবং ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে জানে। সে যখন নেতৃত্ব দেয়, আমরা এক ভিন্ন বাংলাদেশকে দেখি।’

তিনি আরও বলেন, ‘এমনিতে তারা ভালো খেলে, কিন্তু নকআউট ম্যাচে কেন যেন নিজেদের মেলে ধরতে পারে না। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেটা দেখেছি আমরা।

এমজে/