৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ঢাকা, ২৫ জানুয়ারি (জাস্ট নিউজ) : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ষষ্ঠ ও শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি এনামুল হক বিজয়।

তৃতীয় ওভারে রানের খাতা খোলার আগেই সুরঙ্গা লাকমলের বলে প্লেড অন হয়ে ফিরেছেন এই ওপেনার। এরপর সাকিব আল হাসানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১৩ রান। ব্যাট করছেন তামিম (৪*) ও সাকিব (৮*)।

গত ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার আবুল হাসান রাজু।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় আগে ব্যাটিং করে বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে নিজদের সবচেয়ে বড় জয়। ৩২১ রানের লক্ষ্য দিয়ে জিতেছিল ১৬৩ রানে।

গ্রুপপর্বের শেষ এ ম্যাচটি জিতলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। হারলেও শ্রীলঙ্কার (-০.৯৮৯) ফাইনালে ওঠার পথ খোলা থাকবে তবে সে ক্ষেত্রে জিম্বাবুয়ের (-১.০৮৭) চেয়ে নিট রানরেটে এগিয়ে থাকত হবে দিনেশ চান্ডিমালের দলকে।

৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পয়েন্ট ৪ করে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা দলে দুই পরিবর্তন
বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা দলে এসেছে দুটি পরিবর্তন। ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো খেলছেন ওপেনার দানুশকা গুনাথিলকা। দলে ফিরেছেন পেসার দুশমন্থ চামিরা।
চোটের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ওপেনার কুসল মেন্ডিসের। একই কারণে একাদশে নেই পেসার নুয়ান প্রদীপ।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, লাকশান সান্দাকান, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল।

(জাস্ট নিউজ/ওটি/১২৪৩ঘ.)