সেমিফাইনালে যেতে যুবাদের দরকার ২৬৬

সেমিফাইনালে যেতে যুবাদের দরকার ২৬৬

 

ঢাকা, ২৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঝারি স্কোর করেছে ভারত।প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৬৫ রানে অল আউট হয়েছে তারা।২৬৬ রানের টার্গেটে এখন ব্যাট করছে বাংলাদেশের যুবারা।

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। দলীয় ১৬ রানের মাথায় রবিউল হককে উইকেট দিয়ে সাজঘরে ফিরেন ফিরে যান মনোজ কারলা।এরপর বিপদজনক হয়ে ওঠেন পৃথভী শাহ। দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে ব্যক্তিগত ৪০ রানের মাথায় কাজী অনিকের দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে ফেরেন পৃথভী। দলের রান তখন ১০২।ভালো ব্যাট করতে থাকা শুবমান গিল তৃতীয় উইকেট জুটিতে হার্ভিক দেশাইকে নিয়ে যোগ করেন ৭৪ রান।

তবে পাঁচ রানের ব্যবধানে এই দুজনকে ফেরান নাইম হাসান। গিল ১২৭ বলে করেন ৮৬ রান। শেষদিকে অভিষেক শর্মার ব্যাটে চড়ে ২৬৫ রানে পৌঁছায় ভারত। ৫০ রান করে আউট হন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাজী অনিক,২ টি করে উইকেট শিকার করেন নাইম হাসান ও সাইফ হাসান।

সংক্ষিপ্ত স্কোর:
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল:২৬৫/১০ (৪৯.২)

(পৃথভী ৪০, মনোজ কারলা ৯, শুবমান গিল ৮৬, হারভিক ৩৪ ,রিয়ান পেরাগ ১৫, অভিষেক ৫০, কামলেশ নাগারকোটি ৫, অনুকুল রয় ২,শিভাম মাভি ৫ ,শিভা সিঙ্গা ৩,ঈশান পোরেল ০ ;কাজী অনিক ৪৮/৩, নাইম হাসান ৩৬/২, সাইফ হাসান ৪১/২)

(জাস্ট নিউজ/ওটি/১০৫৩ঘ.)