বৃষ্টির হানায় পরিত্যক্ত আফ্রিকা-উইন্ডিজ ম্যাচ

বৃষ্টির হানায় পরিত্যক্ত আফ্রিকা-উইন্ডিজ ম্যাচ

বিশ্বকাপের ১৫তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বৃষ্টির হানায় পরিত্যক্ত হয় খেলাটি। হারের বৃত্ত থেকে বের হয়ে জয়ের লক্ষে নামলেও শুরুতেই বোলিংয়ে ঝড় তোলেন ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেল। হাশিম আমলা ও মার্করামকে সাজঘরে পাঠিয়েই প্রোটিয়া শিবিরে কাঁপন ধরিয়ে দেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ৭.৩ ওভার খেলে ২৯ রান সংগ্রহ করতেই মাঠে সাউদ্যম্পটনে নামে বৃষ্টি। সেই বৃষ্টিতেই ভেসে যায় ম্যাচটি। ফলে ১ পয়েন্ট করে পায় দু’দল।

এর আগে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় সাউদ্যাম্পটনে খেলা শুরু হয়।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হারের ক্ষত না শুকাতেই বাংলাদেশের কাছে হারে প্রোটিয়ারা। তৃতীয় ম্যাচেও ফাফ ডু প্লেসিসরা ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের বিপক্ষে।

অন্যদিকে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরের ম্যাচে নিশ্চিত জয়ের ম্যাচ তারা তুলে দেয় অস্ট্রেলিয়ার হাতে।

এমজে/