ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের পরিকল্পনা জানালেন ওয়ালশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের পরিকল্পনা জানালেন ওয়ালশ

চলতি বিশ্বকাপে বাংলাদেশ শুরুটা ভালো করেছে। কিন্তু নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পারাজয় আর শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ দল। টাইগারদের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচ।

শুক্রবার ইংল্যান্ডের কাছে পাত্তা না পেলেও দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত, প্রতিপক্ষ হিসেবে অনেক শক্তিশালী ও কঠিন। তার ওপর খেলা হবে এবারের বিশ্বকাপের সবচেয়ে ছোট আউটফিল্ড টনটনে। এমন মাঠে ভয়ংকর ক্যারিবীয় ব্যাটসম্যানদের কিভাবে সামলাবেন বাংলাদেশের বোলাররা? পেসারদের ভূমিকা কী হবে? তাদের গুরু কোর্টনি ওয়ালশ কি ভাবছেন সেই ম্যাচ নিয়ে?

নিজ দলের ক্রিকেটারদের প্রতি ওয়ালশের প্রথম পরামর্শ হলো, ‘প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ কেমন? তাদের দলে কারা কারা আছে? দলটির ব্যাটিং-বোলিং কেমন, এসব নিয়ে মাথা ঘামানোর কোন দরকার নেই। আমার কথা হলো, আমরা ম্যাচের তাৎপর্য্য ও গুরুত্ব নিয়ে ভাববো।’

ক্রিস গেইল আর আন্দ্রে রাসেলের মত একজোড় ভয়ঙ্কর পারফরমাররকে নিয়ে কোন বিশেষ পরিকল্পনা? ওয়ালশ বলেন, ‘আমরা গেইল ও আন্দ্রে রাসেলের খেলা দেখছি। তাদের নিয়ে কিছু ধারণাও পোষণ করছি। কিছু লক্ষ্য ও কৌশলও এঁটেছি। সন্দেহ নেই গেইল আর আন্দ্রে রাসেল দুজনই খুব বিপজ্জনক পারফরমার। তাদের আটকে রাখার চেষ্টা অবশ্যই থাকবে। আমরা চাইবো যাতে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে। তাদের যতটা সম্ভব জলদি সাজঘরে ফিরিয়ে দিতে পারলে আমাদের ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কিছুটা সাহায্য করবে।’

এমজে/