হারের জন্য বাজে বোলিংকেই দায়ী করলেন মাশরাফি

হারের জন্য বাজে বোলিংকেই দায়ী করলেন মাশরাফি

ট্রেন্ট ব্রিজে টাইগারদের বিপক্ষে ৪৮ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৩৮২ রানের টার্গেটে ব্যাট করেতে নেমে ৩৩৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। আর এমন হারের জন্য বাজে বোলিংকেই দায়ী করলেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচ শেষে বোলিংকে দায়ী করে মাশরাফি বলেন, ‘আমি মনে করি আমরা ৪০-৫০ রান বেশি দিয়েছি। এমনটা না হলে ফলাফল অন্যরকমও হতে পারত।'

ব্যাটসম্যানদের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘মুশফিক, সাকিব, তামিম ভালো ব্যাট করেছে। রিয়াদ শেষ পর্যন্ত দারুণ ছিল। এটাই আমাদের সেরা ওয়ানডে দল। সত্যি বলতে কি, আমরা প্রথম বল থেকেই পজিটিভ ছিলাম। সৌম্য যখন আউট হলো, সাকিব আর তামিম টেনে নিয়ে গেছে, কিন্তু ৩৮১ (আসলে ৩৮২) করা একটু বেশিই কঠিন।'

এদিন ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন টাইগার তারকা মুশফিক। অজি বোলারদের হতাশ করে লড়াকু সেঞ্চুরি তুলে নেন তিনি। ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কায় ৯৭ বলে ১০২ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন মুশফিক।

আগামী ২৪ জুন আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এমজে/