সাকিবকে ছাড়াই ব্যাট করতে হবে বাংলাদেশকে

সাকিবকে ছাড়াই ব্যাট করতে হবে বাংলাদেশকে

ঢাকা, ২৭ জানুয়ারি (জাস্ট নিউজ) : ইনজুরির কারণে মাঠ থেকে হাসপাতালে যেতে হলো সাকিব আল হাসানকে। সর্বশেষ অবস্থা যা তাতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাটিং করাহচ্ছে না দেশসেরা এ ক্রিকেটারের। এমনটিই বলছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং নামে শ্রীলংকা। ৪১.১তম ওভারে ফিল্ডিংয় করা অবস্থায় ইনজুরিতে আক্রান্ত হন সাকিব। মোস্তাফিজুর রহমানের বলটিকে এক্সট্রা কাভারে ঠেলে দিয়েই সিঙ্গেল নেয়ার চেষ্টা করেন লংকান ব্যাটস্যান দিনেশ চান্দিমাল। তা থেকে বিরত রাখতে বলটি দ্রুত পিক করতে গিয়ে বাঁ হাতের আঙ্গুলে চোট পান এ অলরাউন্ডার।

ব্যথা পেয়ে মাঠেই কিছুটা সময় শুয়ে থাকেন সাকিব। সাইড বেঞ্চেবসে থাকা বাংলাদেশ দলের ফিজিও এসে তাকে মাঠেই সাময়িক ট্রিটমেন্ট দেন। অবস্থা বেগতিক হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডারের ইনজুরি নিয়ে জানতে চাইলে জাতীয় দলের প্রধান সিকিৎসক দেবাশীষ বলেন, ওর বাঁ হাতের আঙ্গুলের যা অবস্থা তাতে আজ আর ব্যাটিং করতে পারবে বলে মনে হয়না। আমরা তাকে অ্যাপোলো হাসপাতালে পাঠিয়েছি। সেখানে একটা এক্স-রে করানো হবে। এক্স-রে করার পর বোঝা যাবে তার হাতের কি অবস্থা।

আসলে এমন ইনজুরি হলে কত দিন মাঠের বাইর থাকতে হয়? এমন প্রশ্নের জবাবে বিসিবির এ চিকিৎসক বলেন, এক্স-রে রিপোর্ট পাওয়ার আগে বলতে পারব না কত দিন মাঠের বাইরে থাকতে হবে। আগে দেখতে হবে ওর আঙ্গুল ভেঙ্গে গেল কি না।

(জাস্ট নিউজ/একে/১৭৪৭ঘ.)