মাশরাফির বিরুদ্ধে স্ট্যাটাস দেয়া চিকিৎসককে বদলি

মাশরাফির বিরুদ্ধে স্ট্যাটাস দেয়া চিকিৎসককে বদলি

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. এ কে এম রেজাউল করিমকে বদলি করা হয়েছে।

গত ২৬ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশে অধ্যাপক এ কে এম রেজাউল করিমকে রাঙামাটি মেডিকেল কলেজে সংযুক্ত করে বদলির আদেশ দেয়া হয়। একই সঙ্গে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। আলোচিত ওই চিকিৎসককে রাঙামাটি মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য গত ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে আকস্মিকভাবে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাজিরা খাতায় ৩ চিকিৎসকের স্বাক্ষর না দেখে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর এবং পরে অনুপস্থিত সার্জারি বিশেষজ্ঞ ডা. আকরাম হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চিকিৎসকসহ অন্যান্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক চিকিৎসক মাশরাফির আচরণ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখান। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটো অনকোলজি বিভাগের এই অধ্যাপক লিখেন, বাংলাদেশের ডাক্তারদের বোল্ট (বোল্ড) করতেই বড়ই আনন্দ। ম্যাশ চিকিৎসার জন্য অনেকবার ডাক্তারদের ছুরি কাঁচির নিচে গেছেন। তাদের অনেক তোয়াজ করতে হইছে। সেই ডাক্তারের বংশবদ পাইছি এবার।

মাশরাফির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্ট করায় তিনিসহ ৬ চিকিৎসকের বিরুদ্ধে গত ৬ মে কারণ দর্শানোর নোটিস (শোকজ) জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এমআই