মাশরাফিকে জরিমানা

মাশরাফিকে জরিমানা

ঢাকা, ২৮ জানুয়ারি (জাস্ট নিউজ) : বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফিকে জরিমানা করা হয়েছে। আর শ্রীলঙ্কার ওপেনার দানুস্কা গুনাতিলকাকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে। তাদের নামের পাশে এক ডিমেরিট পয়েন্টও জমা পড়ে।

শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা বিপক্ষে খেলা সময় বাজে ভাষা ব্যবহার করায় মাশরাফির ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই খেলোয়াড়ই আইসিসির আচরণ বিধির লেভেল ওয়ান ভঙ্গ করায় এ শাস্তি পান।

তারা আচরণ বিধির ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন যাতে খেলোয়াড় বা সংশ্লিষ্টদের বাজে ভাষা বা অঙ্গভঙ্গির ফলে আক্রমণাত্মক আচরণে আরেকজন উস্কানি পায়। ম্যাচ রেফারি অস্ট্রেলিয়ান ডেভিড বুন তাদের দোষ স্বীকারের প্রেক্ষিতে এ শাস্তির রায় দেন।

শনিবার খেলার ষষ্ঠ ওভারে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে আউট করার পরে তার পাশ দিযে দৌড়ে যাওয়ার সময় এমন অঙ্গভঙ্গি করেন যা উস্কানিমূলক ছিল। বাংলাদেশের ষষ্ঠ ওভারে তামিম ইকবাল আউট হওয়ার পর গুনাতিলকাও একই রকম আচরণ করেন। তবে তার আচরণ প্রথম বারের মতো বলে কেবল সতর্ক করে দেয়া হয় তাকে।

(জাস্ট নিউজ/একে/২০৪৩ঘ.)