সেমিতে নাম লেখার ম্যাচে ব্যাটিংয়ে ইংল্যান্ড

সেমিতে নাম লেখার ম্যাচে ব্যাটিংয়ে ইংল্যান্ড

আজ বিশ্বকাপের ৪১ তম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। বিশ্বকাপে সেমির টিকিট কাটতে লড়ছে দু’দল। যাতে টসে জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ডারহামের রিভারসাইড কাউন্টি গ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

এর আগে বিশ্বকাপে দুদল ৮ বার মোকাবেলা করে। ৫ বারই জয় পায় ইংল্যান্ড। ৩টিতে জয় নিউজিল্যান্ডের। আর মোট ৮৩ বারের দেখায় নিউজিল্যান্ড জয় পায় ৪১ ম্যাচে ও ইংল্যান্ড ৩৬ ম্যাচে।

বিশ্বকাপে সমান ৮ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ১১ আর ইংল্যান্ডের ১০। নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের ৩ ও স্বাগতিকরা ৪ এ।

ইংল্যান্ড স্কোয়াড
ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার, জোফরা আর্চার, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।

নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

এমজে/