সাকিব-কোহলি-আমির একই দলে খেলবেন!

সাকিব-কোহলি-আমির একই দলে খেলবেন!

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং সময়ের সেরা পেসার মোহাম্মদ আমিররা একই দলের হয়ে ম্যাচ খেলার অপেক্ষায়।

আগামী বছরের ১৮ ও ২১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে অলস্টার এশিয়া বনাম বিশ্ব একাদশ ম্যাচ আয়োজ করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ২০২০ সালের মার্চে অলস্টার এশিয়া তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান খেলবে বিশ্ব একাদশের বিপক্ষে। বিশ্ব একাদশে থাককে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হবে বিশ্ব একাদশ।

আর এই ম্যাচ আয়োজনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) অনুমোদন দিয়েছে।

প্রসঙ্গত, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২০ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মের ১০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে বছরজুড়ে নানা আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

এমজে/