যুবা টাইগারদের হাতে নাস্তানাবুদ ভারত

যুবা টাইগারদের হাতে নাস্তানাবুদ ভারত

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ যুবা টাইগারদের হাতে নাস্তানাবুদ হচ্ছে ভারত। ৬২ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছে তারা। বাংলাদেশের শামিম হোসেন তিনটি উইকেট শিকার করেছে।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নামে ভারত। শুরু থেকেই যুবা টাইগারদের বোলিং তোপের মুখে পড়েছে তারা। ৩ রানে প্রথম উইকেটের পতন হয়। সাজঘরে ফিরেন ওপেনার অর্জুন আজাদ। এরপর আরো দুটি উইকেটের পতন হয়। তিন উইকেটে সংগ্রহ দাঁড়ায় ৮।

এরপর কিছুটা বিরতি দিয়ে এক ওভারে দুটি উইকেট শিকার করেন শামিম।

বাংলাদেশের বোলারদের সামনে কিছুটা সময় টিকে ছিলেন কেবল ধ্রুব জুরেল। ৫৭ বলে ৩৩ রান করেন। এ সময় তাকে সঙ্গ দেন শ্বাশত রাওয়াত। দলীয় ৫৩ রানে এ জুটির ভাঙন ধরান শামিম। ১৯ রানে রাওয়াতকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারে জুরেলকে।

শামিম ছাড়া একটি করে উইকেট শিকার করেছেন তাঞ্জিম হাসান সাকিব ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

এমজে/