বাংলাদেশ-শ্রীলংকা ‘এ’ দলের প্রথম ম্যাচ ড্র

বাংলাদেশ-শ্রীলংকা ‘এ’ দলের প্রথম ম্যাচ ড্র

বাংলাদেশ-শ্রীলংকা ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ ড্র হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬০ রানের জবাবে সঙ্গীত কুরাই ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে ৪৫০ রানে অলআউট হয় শ্রীলংকা। ফলে প্রথম ইনিংসে ৯০ রানের লিড পায় শ্রীলংকা।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে মাত্র ১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১ রান করে বাংলাদেশ। দিনের খেলা শেষ ও ম্যাচের শেষ দিন হওয়ায় টেস্টটি ড্র মেনে নেয় দু’দল। বাংলাদেশের মিরাজ ১৫০ রানে ৫, মিঠুন ৩৪ রানে ২, এবাদত হোসেন-মেহেদি হাসান রানা ১টি করে উইকেট নেন।

এরআগে, প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে মিঠুন ৯২ ও জহিরুল ৯০ রান করেছিলেন।

আগামী ৪ অক্টোবর থেকে বাংলাদেশ-শ্রীলংকা ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চারদিনের টেস্ট শুরু হবে।

এমআই