‘ছেলের নাম নিয়ে একটু দ্বিধায় আছি’

‘ছেলের নাম নিয়ে একটু দ্বিধায় আছি’

ঢাকা, ৬ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : সোমবার ছেলের বাবা হয়েছেন মুশফিকুর রহিম। ছেলের নামা রাখা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। সাংবাদিকদের সঙ্গে আলাপে এমনটিই বলছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

মঙ্গলবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মুশফিকুর রহিম বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বাবা হওয়ার অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। সবাই দোয়া করবেন ছেলে এবং তার মা যেন সুস্থ থাকে। আমার লক্ষ্য ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

ছেলের কি নাম রাখার চিন্তা করছেন? এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, ছেলের নাম নিয়ে একটু দ্বিধায় আছি। সাত দিনের মধ্যে আকিকা হবে। তখন নাম রাখা হবে।

এদিন মুশফিকের বাবা মাহবুব হামিদের সঙ্গে কথা হলে তিনি জানান, নাম নিয়ে আমরা চিন্তায় আছি। তবে মঙ্গলবার রাতে আমরা বসব। তখন সিদ্ধান্ত হবে। দাদা হিসেবে আমি সুন্দর একটা ইসলামি নাম রাখতে চাই।

(জাস্ট নিউজ/একে/২২১৯ঘ.)