শুধু গোল করার জন্য খেলি না: মেসি

শুধু গোল করার জন্য খেলি না: মেসি

বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। সম্প্রতি আর্জেন্টিনার প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন গোল করা নিয়ে তার নিজস্ব ভাবনার কথা। এটাও বুঝিয়ে দিয়েছেন, অন্য গোল শিকারি ফরোয়ার্ডদের মতো তিনি বিপক্ষ পেনাল্টি বক্সে বলের জন্য অপেক্ষা করা একেবারেই পছন্দ করেন না। সঙ্গে জানিয়েছেন, তার দেখা সেরা স্ট্রাইকার প্রাক্তন ব্রাজিল তারকা রোনাল্ডো লুইস নাজারিয়ো দে লিমা।

মেসি বলেছেন, ‘‘আমি ঠিক চিরাচরিত গোল স্কোরারদের মতো নই। আমার ভাল লাগে একটু নীচ থেকে খেলতে। যাতে অনেক আগে থেকেই বলের সঙ্গে আমার পায়ের সংযোগটা তৈরি হয়। সব সময় লক্ষ্য থাকে, অন্যদের বা নিজের জন্য গোলের সুযোগ তৈরি করার। সুযোগের জন্য অপেক্ষা করা নয়।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘একটা ম্যাচে অনেকক্ষণ যদি আমার সঙ্গে বলের যোগাযোগ না থাকে, তাহলে আমি সেই খেলা থেকে বেরিয়েও যেতে পারি।’’

মেসি অবশ্য স্বীকার করেছেন, ফুটবল জীবনের শুরু থেকেই তার এই ধরনের মানসিকতা ছিল না। এটা হয়েছে অনেক দিন ধরে খেলতে খেলতে। বার্সেলোনার কিংবদন্তি তারকার কথায়, ‘‘এখন অনেক আগে বল ধরে বিপক্ষ বক্সে এসে গোল করে যেতে বা করাতে বেশি ভাল লাগে। তবে শুধু গোল করার জন্য আমি ফুটবলটা খেলি না। শুরুতে যখন খেলতাম, তখন কিন্তু আমার ঠিক এই ধরনের মানসিকতা ছিল না। অনেক দিন ধরে খেলতে খেলতে নিজের মধ্যে একটা নিয়ন্ত্রণের মানসিকতা আনতে পেরেছি। যে কারণে যে কোনও ম্যাচেই আমি এখন মোক্ষম সময়ের অপেক্ষায় থাকতে পারি। দরকার হলে সেই মুহূর্ত তৈরিও করতে পারি।’’

এই সাক্ষাৎকারে মেসি স্পেনের ফুটবল আর দক্ষিণ আমেরিকার বিশেষ করে আর্জেন্টিনার ফুটবলের মূল পার্থক্যের কথাও বলেছেন। তার কথায়, ‘‘স্পেনে একটা ম্যাচ হেরে গেলে কিছুই প্রায় হয় না। ম্যাচ শেষ হলেই সবাই সব কিছু ভুলে যায়। কিন্তু আর্জেন্টিনায় কোনও ম্যাচে হারলে আপনি বাড়ি থেকেই বেরোতে পারবেন না। আমার দেশে এবং দক্ষিণ আমেরিকায় ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেশি। সেটা দক্ষিণ আমেরিকার সব দেশের জাতীয় দলের ক্ষেত্রেও সত্যি। ওরা আপনাকে ঘুমোতে দেবে না। দরকার হলে, হোটেলে আপনার দিকে যা পাবে তা-ই ছুড়ে মারবে।’’

এমজে/