দিল্লীতে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে: টাইগার কোচ

দিল্লীতে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে: টাইগার কোচ

৩ টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পৃথক দুটি সিরিজ খেলতে ভারতের দিল্লীতে পৌঁছেছে বাংলাদেশ দল। দিল্লী বায়ু দূষণে বিপাকে পড়েছেন বাংলাদেশ দল। দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সবাই ভোগান্তি পোহাচ্ছেন। এমনকি বাংলাদেশ থেকে যেসব সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালনে এসেছেন তারাও অসুস্থ পড়েছেন।

দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে গণমাধ্যমের সাথে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করছে। কখনো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। মাস্ক ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে। দিল্লীর আবহাওয়া মানিয়ে নিতে পারছি না। ভালো অনুভব হচ্ছে না।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অনুশীলনে নামে বাংলাদেশ। এতে বিপাকে পরে খেলোয়াড়রা। টাইগারদের ওপেনার লিটন দাস মাস্ক পরে অনুশীলন করেছিলেন। এরইমধ্যে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে যায়।