দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে টাইগাররা

দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে টাইগাররা

ঢাকা, ৯ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম দিনটা শেষ হয়েছিল হতাশায়। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দ্বিতীয় দিন মাঠে নেমেও সেটা কাটাতে পারলো না তারা।

দিনের পাঁচ ওভার শেষ হতেই শ্রীলঙ্কার কাছে পঞ্চম উইকেটটি হারিয়েছে টাইগাররা। লিটন দাসকে বোল্ড করেছেন সুরাঙ্গা লাকমল। ২৯ ওভারে ৫ উইকেটে ৭৬ রান বাংলাদেশের।

শুক্রবার পঞ্চম ওভারের শেষ বলে বিদায় নেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিটন ২৪ রানে খেলতে নেমেছিলেন। আগের দিনের সঙ্গে মাত্র একটি রান যোগ করতে পেরেছেন তিনি। তার ২৫ রানের ইনিংস সাজানো ৫৪ বলে চার রয়েছে তিনটি। ২৪ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজের সঙ্গে এখন ক্রিজে নেমেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

বৃহস্পতিবার সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে রাজ্জাক, তাইজুলের স্পিন বিষে শ্রীলংকাকে ২২২ রানে গুটিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় সেই খুশি মিলিয়ে গেছে। মাত্র ৫৬ রানে ফিরে গেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। এতে চাপ নিয়ে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা।

(জাস্ট নিউজ/ওটি/১১০০ঘ.)