শাস্তি কমানোর জন্য আপিল করবেন শাহাদাত

শাস্তি কমানোর জন্য আপিল করবেন শাহাদাত

জাতীয় লিগে নিজ দলের ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্চিত করায় পাঁচ বছর নিষিদ্ধ হলেন পেস বোলার শাহাদাত হোসেন রাজিব। তবে তিনি এই শাস্তি কমানোর জন্য আপিল করবেন।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, আরাফাত সানিকে মাঠে ধাক্কা দিয়ে আমি ভালো কাজ করিনি। তবে ওর সঙ্গে পরে বিষয়টি মিটমাট হয়েছে। ভাবতেও পারিনি এত বড় শাস্তি পাব। এত বড় শাস্তি দেয়ায় আমি হতাশ। শাস্তি কমানোর জন্য আমি অবশ্যই আপিল করব। বিষয়টি বুঝিয়ে বললে আশা করি শাস্তি কিছুটা কমবে।

জাতীয় দলের সাবেক এ তারকা ক্রিকেটার আরো বলেন, জাতীয় দলের বাইরে থেকে ঘরোয়া ক্রিকেট খেলেই সংসার চালাই। সেখানেও যদি খেলতে না পারি তাহলে কেমন চলব। আশা করি আমার ব্যাপারটি ক্রিকেট বোর্ড ভেবে দেখবে।

আপিল করার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সময় পাবেন শাহাদাত হোসেন রাজিব।