ঐতিহাসিক টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঐতিহাসিক টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ঐতিহ্যবাহী স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচ। নিশ্চিতভাবে এটি ইতিহাস গড়তে যাচ্ছে। কারণ প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে নামছে দুদল।

ইতিহাস গড়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ফলে আগে বোলিং করবে ভারত। টস হয় বিশেষভাবে তৈরি রূপার মুদ্রায়।

গোলাপি ম্যাচে টাইগার একাদশে এসেছে দুই পরিবর্তন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় ঢুকেছেন পেসার আল-আমিন হোসেন। আর ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজের স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন নাঈম হাসান।

তবে অপরিবর্তিত রয়েছে ভারত একাদশ। প্রথম টেস্ট হেরে দুই ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে টাইগাররা। দ্বিতীয় ও শেষ টেস্টে চমক দেখাতে চান তারা।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, আল আমিন হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

এমজে/