আর্চারিতে ছেলেদের পর এবার স্বর্ণ জিতল বাংলাদেশি মেয়েরা

আর্চারিতে ছেলেদের পর এবার স্বর্ণ জিতল বাংলাদেশি মেয়েরা

এসএ গেমসে আজ সোনায় মোড়ানো দিন শুরু করেছে বাংলাদেশ। পোখারা স্টেডিয়ামে আজ রবিবার সকালে আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সোনা জেতেন বাংলাদেশের আর্চাররা। নারী আর্চাররা রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে জিতেছেন সোনার পদক।

এসএ গেমসে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশকে সোনার পদক এনে দিলেন নারী আর্চাররা রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬-০ সেট পয়েন্টে হারান বাংলাদেশের তিন আর্চার—ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়। এসএ গেমসে এ নিয়ে ৯টি সোনার পদক জিতল বাংলাদেশ।

আর্চারিতে ১০ ইভেন্টেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাকি ৮টি ইভেন্টেও সোনার পদকও জেতার আশা করছেন আর্চাররা।

রিকার্ভ দলগত ইভেন্টে সোনার পদকজয়ী ইতি খাতুন রিকার্ভ একক ইভেন্টেরও ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে হারিয়েছেন ভুটানের কারমাকে। ভুটান থেকে প্রথম সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া কারমাকে হারিয়ে চমকে দেন ইতি। এ ছাড়াও মেয়েদের কম্পাউন্ডের এককের ফাইনালে উঠেছেন সোমা বিশ্বাস। শ্রীলঙ্কার থাকশিলাকে সেমিফাইনালে হারিয়েছেন সোমা। ফাইনালে প্রতিপক্ষ ভুটানের করুনারত্নে।

এমজে/