রাতে মাঠে নামছে বার্সা, রিয়াল

রাতে মাঠে নামছে বার্সা, রিয়াল

লা লিগায় কাতালান ডার্বি দিয়ে বার্সেলোনার নতুন বছর শুরু হচ্ছে আজ।

বার্সা ম্যাচটি খেলবে এসপানিওলের মাঠে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

দক্ষিণ আমেরিকান ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আরতুরো ভিদাল- তিনজনকেই এই ম্যাচের স্কোয়াডে রেখেছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। আছেন তরুণ ফরোয়ার্ড আনসু ফাতিও।

তবে চোটের কারণে স্কোয়াডে নেই জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন, ফরাসি ফরোয়ার্ড উসমান ডেম্বেলে ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো।

বর্তমানে ১৮ ম্যাচে ১২ জয় এবং তিনটি করে ড্র ও হারে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। গত বছরের শেষ তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা, অন্য দুটি হয়েছে ড্র।

সমান ম্যাচে ১০ জয়, ৭ ড্র ও এক হারে ৩৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পরেই আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আজ বার্সা মাঠে নামার আগেই পয়েন্ট টেবিলে তাদের টপকে যেতে পারে রিয়াল। আজ ম্যাচ আছে যে রিয়ালেরও।

রিয়াল খেলবে গেটাফের মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। লুকাস ভাসকেজ, মার্সেলো, জেমস রদ্রিগেজকে এই ম্যাচের স্কোয়াডে রাখেননি রিয়াল কোচ জিনেদিন জিদান।

রিয়াল গত বছরটা ভালোভাবে শেষ করতে পারেনি। ড্র করেছে শেষ তিন ম্যাচেই। যার দুটি গোলশূন্য। আজ তাই রিয়ালের জয়ে ফেরার লড়াইও।

এমজে/