ধোনির ওয়ানডে ক্যারিয়ার প্রায় শেষ!

ধোনির ওয়ানডে ক্যারিয়ার প্রায় শেষ!

গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালই কী তাহলে মহেন্দ্র সিং ধোনির ওয়ানডে ক্যারিয়ারে শেষ ম্যাচ হয়ে থাকবে? যদি তা না হয়, তাহলে আর কত দিন ওয়ানডে খেলে যাবেন ধোনি? বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়কের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন ভারতের কোচ রবি শাস্ত্রী

জাতীয় দল থেকে এক রকম স্বেচ্ছাবসরেই যেন আছেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর সেই যে জাতীয় দলের জার্সি খুললেন, এরপর আর পরা হয়নি। আসলেই কি অবসর নিয়ে ফেলছেন ধোনি? না, কি আবারও নীলরঙা জার্সিতে দেখা যাবে তাকে? কৌতূহলের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ধোনি নিজে অনুরোধ করেছিলেন, অন্তত জানুয়ারি পর্যন্ত যেন তাঁকে এ নিয়ে প্রশ্ন করা না হয়। জানুয়ারি এসে গেছে, আবারও শুরু হয়েছে আলোচনা। সে আলোচনাতেই এবার যোগ দিয়েছেন ভারতের কোচ রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রীর অনুমান, শিগগিরই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন ধোনি। শাস্ত্রী জানিয়েছেন, ধোনির সঙ্গে তাঁর কথাবার্তা হয়ে গিয়েছে। সে আলোচনার আলোকেই অনুমানটা করেছেন শাস্ত্রী, ‘ধোনির সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে, তাতে বুঝেছি, খুব তাড়াতাড়ি ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারে ও। টেস্ট ক্যারিয়ার তো বহু আগেই শেষ হয়ে গিয়েছে ওর, ওয়ানডে ক্যারিয়ারও শেষ হতে পারে খুব শিগগিরই। এক টানা বহুদিন ও ভারতকে সেবা দিয়ে গেছে। সবার এ বিষয়টা মাথায় রেখে ওকে শ্রদ্ধা করা উচিত।’

তবে ওয়ানডেকে বিদায় জানানো মানেই যে ক্রিকেট ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে, তা নয়। এখনো টি-টোয়েন্টি ক্যারিয়ার বাকি আছে তাঁর। তবে টি-টোয়েন্টিও কতটুকু খেলতে পারবেন, সেটা নির্ভর করছে তাঁর ফর্ম আর ফিটনেসের ওপর, এমনটাই মনে করছেন শাস্ত্রী, ‘এই বয়সে ধোনি শুধু টি-টোয়েন্টিই খেলতে চাইবে। স্বেচ্ছাবসর কাটিয়ে ওকে আবারও টি-টোয়েন্টি খেলা শুরু করতে হবে। আমার ধারণা, আইপিএল খেলবে ও। আইপিএল খেলেই নিজের ফর্ম ও ফিটনেস সম্পর্কে একটা ধারণা পাবে। ও নিজেই বুঝতে পারবে, টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত।’

আইপিএলে ভালো পারফর্ম করতে পারলে এ বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিতে পারেন ধোনি, এমন ইঙ্গিত দিয়ে রাখলেন শাস্ত্রী, ‘টেস্ট আর ওয়ানডে বাদ দিলে একটা মাত্র সংস্করণই বাকি থাকে ওর জন্য। ও অবশ্যই আইপিএল খেলবে। নিজেকে জোর করে দলে রাখার মানুষ ও না। আইপিএলে খেলবে, খেলে বুঝবে ও কেমন করছে। যদি ভালো করে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা জোরালো হবে ওর জন্য।’

দেশের জার্সি গায়ে এ পর্যন্ত ৩৫০ টি ওয়ানডে, ৯০টি টেস্ট এবং ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ধোনি। আধুনিক যুগের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করা হয় তাঁকে।