লঙ্কানদের ১৯৪ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ

লঙ্কানদের ১৯৪ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের অর্ধশতকের ওপর ভর করে লঙ্কানদের ১৯৪ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক অভিষেকে শুরুটা ভালো হয়নি জাকির হাসানের। চতুর্থ ওভারের শেষ বলে দানুষ্কা গুনাতিলকার বলে বোল্ড হন জাকির (১০)। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অভিষেক হলো জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল হক অপু এবং আরিফুল হকের।

২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৩০ বলে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন সৌম্য। কিন্তু ১১তম ওভারে ব্যক্তিগত ৫১ রানে জীবন মেন্ডিসের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান এ ওপেনার । এক বল পরই লঙ্কান উইকেটরক্ষক নিরোশান ডিকভেলাকে ক্যাচ দেন অভিষিক্ত আফিফ। তাঁর কপাল খারাপ। মেন্ডিসের ডেলিভারি তাঁর উরুতে লেগে ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে ডিকভেলার গ্লাভসে।

আফিফের মতো আন্তর্জাতিক অভিষেকে জাকির হাসানের শুরুটাও ভালো হয়নি। ৯ বলে ১০ রান করে দানুষ্কা গুনাতিলকার বলে বোল্ড হন তিনি। জাকির ছাড়াও বাংলাদেশ দলে অভিষিক্ত বাকি তিন নতুন মুখ হলেন আফিফ হোসেন, নাজমুল ইসলাম ও আরিফুল হক। চোটের কারণে দলে নেই তামিম ইকবাল। বিপিএলের গত আসরে দারুণ পারফরম্যান্স করেছেন জাকির হাসান ও আরিফুল। এ ছাড়া নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো খেলেছেন আফিফ হোসেন।

সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোট পাওয়া সাকিব আল হাসানের বদলে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দিচ্ছেন তিনি।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলছেন না ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মেহেদি হাসান ও মোহাম্মদ মিথুন।

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে একসঙ্গে অভিষেক হয়েছিল চার জনের।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সাইফউদ্দিন, রুবেল হোসেন, সুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, আফিফ হোসেন, নাজমুল হক অপু, আরিফুল হক।

শ্রীলংকা একাদশ: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, নিরোশান ডিকবেলা, কুশল মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, জিহান মেন্ডিস ও সিহান মাদুশঙ্কা।

(জাস্ট নিউজ/একে/১৮৫০ঘ.