ভারতের বিপক্ষে শিরোপা জিততে আত্মবিশ্বাসী যুবারা

ভারতের বিপক্ষে শিরোপা জিততে আত্মবিশ্বাসী যুবারা

বাংলাদেশ ক্রিকেটের ডায়েরিতে আগামীকাল রোববার লেখা হতে পারে নতুন অধ্যায়। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে শক্তিশালী ভারত। বরাবর যে পথে এসে তরী ডুবেছে বাংলাদেশের, সেখানেই আবার দাঁড়িয়ে টাইগাররা।

গত বছর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে জেতা ম্যাচ হেরেছিল বাংলাদেশ। যুব বিশ্বকাপের ফাইনালের মঞ্চ প্রস্তুত। বাংলাদেশের সামনে সুযোগ প্রতিশোধের।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী বেশ আত্মবিশ্বাসী দলের জয় নিয়ে। তার বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে শিরোপা আসবে বাংলাদেশের ঘরেই।

আকবর আলী বলেন, ‘যদি আমাদের দলের কথা বলি তবে ব্যাটসম্যান ও বোলার দুই বিভাগই ভালো। ব্যাটিং-বোলিং দুই বিভাগই ভালো হচ্ছে। টপ অর্ডাররা রানে আছে, বোলাররা উইকেট নিচ্ছে, ভালো ইকোনোমিকে বল করছে। ভারতের বিপক্ষে যদি একই প্রয়োগটা করতে পারি বা আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে ইনশাল্লাহ ফলাফল আমাদের দিকে আসবে।’

বিশ্বকাপের ফাইনাল বলে চাপটা স্বাভাবিকভাবেই বেশি। তবে বাংলাদেশ দলের দর্শন ভিন্ন। ম্যাচটাকে তারা নিচ্ছে আট-দশটা সাধারণ ম্যাচের মতোই।

অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বলেন, ‘ফাইনাল ম্যাচ বা বিশ্বকাপ জিততেই হবে, এ রকম চিন্তা করলে হয়তো বা প্রেশার আমাদের দিকে চলে আসতে পারে। আমরা চেষ্টা করছি যে, পুরো টুর্নামেন্ট আমরা ফাইনালটাকে একটা সাধারণ ম্যাচ হিসেবেই নেওয়ার চেষ্টা করব।’

আকবর আলী, মাহমুদুল হাসানরা অপেক্ষায়। তাদের সঙ্গে গোটা বাংলাদেশ। টাইগারদের অনেক দিনের প্রতীক্ষার অবসান ঘটবে কি না সেটা নিশ্চিত হওয়া যাবে আগামীকাল ম্যাচের পর।

বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচফস্ট্রমে শুরু হবে বাংলাদেশ-ভারতের ফাইনাল মহারণ। সরাসরি ম্যাচ দেখাবে গাজি টিভি।