প্রথম সেশন শেষে চাপমুক্ত জিম্বাবুয়ে

প্রথম সেশন শেষে চাপমুক্ত জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টস হেরে প্রথমে বোলিং করতে নামে স্বাগতিক বাংলাদেশ। শুরুতেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন আবু জায়েদ। নাঈম হাসানের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন কাসুজা।

মধ্যাহ্নের বিরতির আগে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৮০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি।

বাংলাদেশের একাদশে সুযোগ হয়নি তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং স্পিনার মেহেদি হাসান মিরাজের ও ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরীর।

জিম্বাবুয়ে একাদশে নেই ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা ও তিনোতেন্দা মুতোম্বোজি।

বাংলাদেশ : তামিম ইকবাল, সাইফ হোসাইন, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, আবু জায়েদ, ইবাদত হোসাইন, নাইম হাসান।

জিম্বাবুয়ে : প্রিন্স মাসাভারু, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেনডান টেলর, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, ভিক্টর নিয়াচি, আইসলে নলভু, চার্লটন তশুমা।

এমজে/