১৬ সদস্যের দল ঘোষণা, ফিরলেন সাকিব

১৬ সদস্যের দল ঘোষণা, ফিরলেন সাকিব

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : আগামী ৬ মার্চ থেকে শ্রীলংকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় নিদাহাস কাপ। এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তালিকায় রয়েছেন সদ্য ইনজুরি কাটিয়ে ওঠা টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া গেল সিরিজে দলে থাকা নতুনদের মধ্যে নাজমুল অপু, আবু জায়েদ রাহি ও আরিফুল হক জায়গা ধরে রেখেছেন।

সোমবার বিসিবি এই তালিকা ঘোষণা করে।

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ফেরানোর ব্যাপারে কথা চলছে বেশ কিছুদিন ধরে। কিন্তু শেষ পর্যন্ত তিনি তাতে সম্মত হননি বলে বিসিবি সূত্রে জানা গেছে।

সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ৬ মার্চ। প্রথম দিন মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলংকা ও ভারত। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের বিপক্ষে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান, আবু হায়দার, নুরুল হাসান, আবু জায়েদ।

(জাস্ট নিউজ/একে/১৯২০ঘ.)